Saturday, April 20, 2024
দেশ

উত্তরপ্রদেশে ইতিহাস গড়তে চলেছেন ‘হিন্দুত্বের পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৭০ বছর পর উত্তরপ্রদেশে ইতিহাস গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৯৫২ সালের পর থেকে উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী পরপর ২ বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হননি। কিন্তু যোগী আদিত্যনাথই প্রথম মুখ্যমন্ত্রী যিনি তার মেয়াদ শেষ করেন ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।

৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় ২৬৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি ১২৫টি পাশে গিয়ে রয়েছে। বসপা এগিয়ে রয়েছেন চারটি আসনে। ৪টি এগিয়ে রয়েছেন কংগ্রেস। ফলে বিজেপি বিরাট ব্যবধানে জয় পেতে চলেছে।

গোরক্ষপুরে প্রথম রাউন্ডের গণনায় যোগী আদিত্যনাথ পেয়েছেন ৫,৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন ১,০৭৬ ভোট। যাকে নিয়ে কৌতূহল ছিল সবার সেই চন্দ্রশেখর আজাদ পেয়েছেন মাত্র ১৩৩ ভোট।

যোগী আদিত্যনাথ যিনি ‘হিন্দুত্বের পোস্টার বয়’ বলে খ্যাত। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে ৫ বারের সাংসদ। তাঁর ফের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়া ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন জোগালো বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশকে সেমিফাইনাল হিসাবে দেখছিলেন রাজনৈতিক মহলের একাংশ। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের রেজাল্ট তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।