Saturday, July 27, 2024
দেশ

‘দেশ বাঁচাতে দিদিকে চাই’ কেরলে জ্বলজ্বল করছে মমতার পোস্টার

তিরুবনন্তপুরম: ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন তিনি। একুশের ভোটে জেতার পর তৃণমূলের পাখির চোখ সর্বভারতীয় পর্যায়ে ক্ষমতায় আসা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই মিশন ত্রিপুরা অভিযানে নেমেছে তৃণমূল শিবির। আর এবার বাম শাসিত কেরলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু হলো।

দাক্ষিণাত্যের এই রাজ্য কেরলের এর্নাকুলামের (Ernakulam) রাস্তায় তৃণমূল সুপ্রিমোর ছবি সম্বলিত বিশাল হোর্ডিং। ইংরেজি এবং মালয়ালি ভাষায় তাতে লেখা – ভারত বাঁচাতে দিদিকে চাই, দিল্লি চলো।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা ভোটে মাত্র ৫ জন প্রার্থী দিতে পেরেছিল তৃণমূল। কিন্তু এবার ইতিমধ্যেই তারা ৫১ জনের কমিটি গঠন করে ফেলেছে। দলে দলে কেরলের মানুষ তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন।

তবে শুধু ত্রিপুরা, কেরল নয়, অসমেও শক্তি বৃদ্ধির চেষ্টা করছে তৃণমূল শিবির। সংশোধিত নাগরিকত্ব আইন, জ্বালানির মূল্য বৃদ্ধি, পেগাসাস ইস্যু-সহ একাধিক বিষয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়ে জাতীয় স্তরে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্য নিয়েই এগোচ্ছে তৃণমূল। দেশের বিভিন্ন প্রান্তেই শাখা বিস্তার করে শক্তিবৃদ্ধি করার চেষ্টা করছে তৃণমূল শিবির।