Monday, September 16, 2024
দেশ

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় ফিরছে এনডিএ: শিবসেনা

নয়াদিল্লি: সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে ১২ ঘণ্টার অনশনে বসেছিলেন। সেই অনশন মঞ্চে উপস্থিত ছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। চন্দ্রবাবুর অনশন মঞ্চে সঞ্জয় রাউতের আচমকা উপস্থিতি ঘিরে নতুন করে জল্পনার শুরু হয়।

তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে ষোড়শ লোকসভার সমাপ্তি ভাষণে শিবসেনা যা বলল তাতে চোখ কপালে রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ, শিবসেনা দাবি করেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় ফিরছে ন্য়াশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ।

লোকসভার সমাপ্তি আসনে শিবসেনার সাংসদ আনন্দরাও আদসুলের মন্তব্য আপাতত পরিষ্কার করে দিল যে তাঁরা এনডিএ-এর অবিচ্ছেদ্য অঙ্গ হয়েই দেশের ১৭ তম লোকসভায় সরকার গড়তে আগ্রহী। আনন্দরাও আদসুল বলেন, আমরা আশা রাখি সংখ্য়া গরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে এনডিএ। শিবসেনা সাংসদের মন্তব্যে ট্রেজারি বেঞ্চ থেকে হাততালি পড়তে শুরু করে।

উল্লেখ্য, বুধবার ষোড়শ লোকসভা অধিবেশনের শেষ দিনে মুলায়ম বলেন, আমার আশা সব সদস্যরা সভায় ফিরে আসুন। এবং মোদী ফের প্রধানমন্ত্রী হোন। মুলায়মের মুখে মোদীর প্রশংসা শুনে জয় শ্রীরাম ধ্বনি দেন ক্ষমতাসীন জোটের সদস্যরা। পরে নিজের ভাষণে মোদী মুলায়মের ‘আশীর্বাদের’ কথা উল্লেখ করেন।