Thursday, December 12, 2024
দেশ

দিল্লির প্রশাসনিক কর্তৃত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের অধীনে: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কেন্দ্র বনাম দিল্লি সরকার মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার। বৃহস্পতিবার শুনানিতে ২ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, অ্যান্টি-কোরাপশন ব্যুরো থাকবে লেফটেন্যান্ট গভর্নর তথা কেন্দ্রীয় সরকারের হাতেই। আমলা বদলিও দেখবে কেন্দ্রই।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি সরকারের এগজিকিউটিভ পাওয়ার সব ইস্যুতেই বাড়ানো হচ্ছে, তবে গ্রেড ওয়ান, গ্রেড টু আমলার বদলি দেখবে কেন্দ্র। গ্রেড থ্রি, গ্রেড ফোর আমলার বদলি থাকবে দিল্লি সরকারের হাতে।

শীর্ষ আদালত জানিয়েছে, সরকারি আইনজীবী নিয়োগ করবেন এলজি। জমি, পুলিশ ও জনগণের স্বার্থে কোনও নির্দেশের দায়িত্ব থাকবে এলজি-র হাতে। অর্থাত্‍‌ আমলা বদলি নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি এ কে সিকরি জানান, সহসচিব ও তাঁর উপর পর্যায়ের আমলাদের বদলির কর্তৃত্ব থাকবে এলজি-র হাতে। বাকি অফিসাররা দিল্লি সরকারের আওতায় পড়বেন। এলজি-র কর্তৃত্বে থাকছে অ্যান্টি-কোরাপশন ব্যুরোও।