Thursday, April 25, 2024
দেশ

জেলে ‘রানির হালে’ হানিপ্রীত ইনসান!

আম্বালা: দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কথিত পালিত কন্যা হানিপ্রীত ইনসান এরই মধ্যে এক মাস কাটিয়ে ফেলেছেন আম্বালা সেন্ট্রাল জেলে। স্বভাবতই প্রশ্ন জাগছে, জেলে কেমন আছেন হানিপ্রীত?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলা হয়েছে, জেলে রীতিমতো ভিআইপির খাতির পাচ্ছে হানিপ্রীত। বলা চলে জেলে রানির হালে আছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেলের খাবার খেতে পারছেন না হানিপ্রীত। তাই  গোপনে নিয়মিতই জেলে তার কাছে পৌঁছে যাচ্ছে বাড়ি থেকে ভালমন্দ রান্না করা খাবার। সেই খাবারই খাচ্ছেন হানিপ্রীত।

যদিও আম্বালা জেলে হানিপ্রীতের বিশেষ খাতিরদারির অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলমন্ত্রী কৃষাণলাল পানওয়ার। তাঁর দাবি, জেলে মোটেও বিশেষ ‘ট্রিটমেন্ট’ পাচ্ছেন না হানিপ্রীত। জেলের দেওয়া খাবারই খাচ্ছেন তিনি।

হানিপ্রীতকে দেখতে নাকি তাঁর পরিবারের সদস্যরা গাড়ি করেই জেলে ঢুকে পড়েছিল। ঘণ্টা তিনেক জেল চত্বরের মধ্যে ঘোরাফেরা করছিল ওই গাড়ি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দেননি জেলমন্ত্রী পানওয়ার।

তিনি জানান, গাড়িতে থাকা একজন নারী অসুস্থ হয়ে পড়ায় সেটি জেল চত্বরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।