Saturday, July 27, 2024
খেলা

হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ড্র ভারতের

ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের শুরুটা দারুণভাবে হয়েছিল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। তবে রবিবার দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের কাছে আটকে গেলেন হরমনপ্রিত সিংরা। খেলার ফলাফল ২-২ ড্র। বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করে ১ পয়েন্টে সন্তুষ্ট থাকতে হচ্ছে টিম ইন্ডিয়ার।

এদিন ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেলজিয়াম। ম্যাচের ৮ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়ামের আলেকজ়ান্ডার হেনড্রিকস। প্রথমার্ধ পর্যন্ত ভারত ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের ম্যাচে সমতা ফেরাতে মরিয়া ছিল মনপ্রিত সিংরা। ৪০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান হরমনপ্রিত সিং। ম্যাচের ৪৭ মিনিটের মাথায় সিমরনজিৎ সিংয়ের গোলে ভারত এগিয়ে যায়। কিন্তু ৫৬ মিনিটে সমতা ফেরান সাইমন। এর পরে আর কোনও গোল হয়নি। ফলে ২-২ গোলেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের পরেও গোল ব্যবধানের নিরিখে পোলতে পয়েন্ট তালিকায় শীর্ষেই রইলেন মনপ্রিত সিংরা। পুল সি-তে ভারতের পরের ম্যাচ আগামী ৮ ডিসেম্বর কানাডার সঙ্গে। শেষ আটে যেতে কানাডার বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।