হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ভারত
ভুবনেশ্বর: হকি বিশ্বকাপ অভিযানের শুরুটা দুর্দান্তভাবে শুরু করল ভারতীয় হকি দল। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পুল-সি’তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিল মনপ্রীত সিংরা। এদিনের ম্যাচে জোড়া গোল করলেন সিমরনজিৎ সিংহ। একটি করে গোল করেন মনদীপ সিংহ, আকাশদীপ সিং ও ললিত উপাধ্যায়।
ভারতীয় দল শেষবার হকি বিশ্বকাপ জেতে ১৯৭৫ সালে। ৪৩ বছর পর ফের খেতাব জিততে মরিয়া মনপ্রীত সিংহরা। কোচ হরেন্দ্র সিংয়ের তত্বাবধানে এবারের বিশ্বকাপে ফেভারিট হিসাবে ধরা হচ্ছে টিম ইন্ডিয়াকে। সেইমতো প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ঝড়ের গতিতে শুরু করল ভারত। এদিন ম্যাচের ১০ মিনিটে মনদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ১২ মিনিটে লিঙ্ক ম্যান আকাশদীপের জোড়া গোল করেন। এরপর ৪৩ ও ৪৬ মিনিটে সিমরনজিৎ সিংয়ের জোড়া গোল ভারতকে জয় এনে দেয়।
Congratulations @TheHockeyIndia !for win 5-0 against South Africa . #HWC2018 #INDvRSA .one of my SandArt pic.twitter.com/wGUXwrTFcD
— Sudarsan Pattnaik (@sudarsansand) 28 November 2018
অন্যদিকে, এদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছে বেলজিয়াম। ২ ডিসেম্বর ভারতের মুখোমুখি হতে চলেছে তারা। এবারের হকি বিশ্বকাপে ১৬টি দেশ অংশগ্রহণ করেছে। দেশগুলি হল ভারত, বেলজিয়াম, আর্জেন্টিনা, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, আয়ারল্যান্ড, চিন, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং ফ্রান্স।