Sunday, October 6, 2024
রাজ্য​

সারা বছর হিজাব পরে এখন চাপে পড়ে দুর্গাকে নেতা বানাচ্ছেন মমতা: দিলীপ ঘোষ

উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন উত্তর ২৪ পরগনার গাদামারায় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে দিলীপবাবু বলেন, দুর্গা পুজো নতুন কিছু নয়। কিন্তু দুর্গাকে নেতা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কটাক্ষ, সারা বছর হিজাব পরে ঘোরার পর চাপে পড়ে দুর্গাকে নেতা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সোমবার ঝাড়গ্রামের জনসভাতে বিজেপি ‘রাম মন্দির’ ইস্যুতে সরাসরি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাম মন্দির’-এর প্রসঙ্গ তুলে এদিন মমতা বলেন, বিজেপি দেশের সর্বনাশ করছে, বিক্রি করছে দেবতাকে। মুখ্যমন্ত্রী বলেন, একটা রাম মন্দির বানিয়ে ওরা বলছে জয় শ্রীরাম। আমরা কাকে পুজো করি, মা দুর্গাকে। আর মা দুর্গাকেই পুজো করেছিলেন রাম। তাহলে আমরা কাকে পুজো করব? রামচন্দ্রকে পুজো করব? নাকি মা দুর্গাকে?

মমতার কথায়, বিজেপি আসলে রাম নয় রাবণের পুজো করে। রামের পুজো আসলে লোক দেখানো। গোটা দেশজুড়ে শ্রী রামের স্লোগান তুলছে ওঁরা। ওঁদের শ্রী রাম থাকলে আমাদের মা দুর্গা রয়েছে।

অভিষেকের কটাক্ষের জবাবে দিলীপ ঘোষ এদিন বলেন, অভিষেককে হারানোর জন্য তাঁকে ডায়মন্ডহারবারে যেতে হবে না। স্থানীয় নেতারাই অভিষেককে হারিয়ে দিতে পারবেন। পাশাপাশি দিলীপবাবুর অভিযোগ, রাজ্যে পুলিশের মেরুদণ্ড নেই। তৃণমূল জিতে আছে বলে পুলিশ ওঁদের পক্ষে। বিজেপি জিতলে পুলিশ বিজেপির পক্ষ হয়েই কাজ করবে বলেও দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাপের বেটা হলে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে দেখান দিলীপবাবু। ভোটা দাঁড়ালে জমানত জব্দ করার হুঁশিয়ারিও দেন তিনি। দিলীপ ঘোষ কেন, দিল্লির কোনও নেতা এসে বাংলায় পদ্ম ফোঁটাতে পারবেন না বলেও জানান অভিষেক।