Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

৩০ নারীর মধ্যে এইচআইভি ছড়ানোয় ইতালীয় ব্যক্তির ২৪ বছরের কারাদণ্ড

ইতালিতে ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর মধ্যে এইচআইভি ভাইরাস ছড়িয়ে দেওয়ায় এক হিসাবরক্ষককে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার ভুক্তভোগীদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভলেন্তিনো তাল্লুতো নামের ওই ব্যক্তি ২০০৬ সালে এইচআইভি পজিটিভ হওয়ার পরও অন্তত ৫৩ নারীর সঙ্গে অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তার দ্বারা মরণঘাতী ভাইরাস এইচআইভি’তে আক্রান্ত হওয়া সবচেয়ে কমবয়সী নারীর বয়স ১৪ বলে জানা গেছে।

৩৩ বছর বয়সী ওই যুবক ‘হার্টি স্টাইল’ ছদ্মনাম ব্যবহার করে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও ডেটিং সাইট ব্যবহার করে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন।

গত শুক্রবার বিচারক ভলেন্তিনোকে ২৪ বছরের কারাদণ্ড দেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শারীরিক সম্পর্কের সময় কিছু নারী ভলেন্তিনোকে সুরক্ষার ব্যবস্থা নিতে বললে তিনি শারীরিক অসুবিধার কথা বলতেন। অথবা বলতেন, সম্প্রতি তিনি এইচআইভি পরীক্ষা করেছেন। তাঁর দেহে কোনো সংক্রমণ পাওয়া যায়নি।

শারীরিক সম্পর্ক করে সংক্রমিত হওয়ার পর কিছু নারী অভিযোগ করতে গেলে ভলেন্তিনো শরীরে এইডসের জীবাণু বহন করার কথা অস্বীকার করেন।

উল্লেখ্য, ভলেন্তিনো তাল্লুতোর মা এইচআইভি আক্রান্ত ও মাদকাসক্ত ছিলেন। ছেলের চার বছর বয়সে তাঁর মৃত্যু হয়।