Tuesday, May 21, 2024
দেশ

কবে বিয়ে করছেন? উত্তর দিলেন রাহুল

দেখতে দেখতে ৪৭ বছর পার করে দিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। বয়স যত বাড়ছে ততই তাঁকে শুনতে হচ্ছে, কবে তিনি বিয়ে করছেন?‌ পাত্রী ঠিক করে রেখেছেন কি না? অবশেষে এ প্রশ্নের জবাব দিলেন রাহুল গান্ধী নিজেই।

কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গত বৃহস্পতিবার বণিক সংগঠন পিএইচডির ১১২তম বার্ষিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অলিম্পিকে পদক জয়ী বক্সার বিজেন্দর সিং তাকে জিজ্ঞাসা করেন, ‘‌রাহুল ভাইয়া কবে বিয়ে করবেন?‌’‌ এরপরেই যে প্রশ্ন ভেসে এল তার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না তিনি। বিজেন্দর বলেন, ‘‌শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পরেই নাকি আপনি বিয়ে করছেন?‌’‌

রাহুল জানান, ‘‌এটা একটা পুরনো প্রশ্ন। বিষয়টি আমি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছি। যখন হবে তখন হবে।’

রাহুল আরও দাবি করেছেন, ‘তিনি নিয়মিত শরীরচর্চা করেন, সাঁতার কাটেন এবং দৌড়ান। এমনকি মার্শাল আর্টে তাঁর ব্ল্যাক বেল্টও রয়েছে। দিনে অন্তত এক ঘণ্টা খেলাধুলা করেন। কিন্তু কাজের চাপ বেড়ে যাওয়ায় কারণে গত কয়েক মাস ধরে তিনি এগুলো করছেন না।