Sunday, December 3, 2023
আন্তর্জাতিক

স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করলো কাতালোনিয়া

স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কাতালোনিয়া। শুক্রবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটের পর স্বাধীন রাষ্ট্র গঠনের এই ঘোষণা দেয়া হয়।

১৩৫ আসনের পার্লামেন্টে স্বাধীনতার স্বপক্ষে ভোট পড়ে ৭০টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড় ১০টি। ২টি ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয়।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয় বলেন, আইন, গণতন্ত্র এবং স্থিতিশীলতা রক্ষার জন্য কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন জারি করা দরকার ছিল।

এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। তাতে ৯০ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার স্বপক্ষে। ওই ভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় স্পেন সরকার।

প্রসঙ্গত, কাতালোনিয়ার মতো ১৬টি স্বশাসিত অঞ্চল রয়েছে স্পেনে।