Saturday, July 27, 2024
দেশ

অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

দিসপুর: সোমবার বেলা ১২ টায় অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa sarma)। শ্রীমন্ত শঙ্করদেব কলাকেন্দ্রে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যার ফলে প্রথম অকংগ্রেসি দল হিসেবে টানা দু’বার অসমে সরকার গড়ল বিজেপি জোট। উল্লেখ্য, হিমন্তের হাত ধরেই উত্তর-পূর্বে একাধিক রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি।

রবিবারই হিমন্তকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে চূড়ান্ত শিলমোহর পড়ে। হিমন্ত বিশ্বশর্মা ২০০১ সাল থেকে কংগ্রেসের তরুণ গগৈয়ের সরকারে টানা তিনবার মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৬ সালে অসমে প্রথমবার বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে বিরাট ভূমিকা ছিল।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে মহাজোট। গেরুয়া শিবির জিতেছে ৭৫টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ৫০টি। একটি আসন পেয়েছে জেলবন্দি নেতা অখিল গগৈর দল।

বিপুল ভোটে জয়ের পরে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে দীর্ঘদিন জল্পনা। দু’টি নাম আলোচনায় ছিলো। প্রথমজন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং দ্বিতীয় উত্তর-পূর্বে গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড হিমন্ত বিশ্ব শর্মা। শেষ পর্যন্ত কিস্তিমাত করলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তই।