Friday, April 26, 2024
বিনোদন

রাজস্থানের পর এবার হিমাচলেও নিষিদ্ধ ‘পদ্মাবত’

সিমলা: রাজস্থানের পর এবার দেশের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত হিমাচলেও নিষিদ্ধ ঘোষণা করা হল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত ‘পদ্মাবত’ ছবিটি। সূত্রের খবর, হিমাচলের নতুন বিজেপি সরকারের ওপর নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ নিষিদ্ধ করতে ক্রমাগত চাপ আসছিল।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তির আগেই নিষেধাজ্ঞার কবলে পড়ল সিনেমাটি। এর আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরও রাজস্থানে ছবির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নির্দেশ অনুসারেই করা হয়েছে বলে এক টুইট বার্তায় তিনি জানান। রাজস্থানের পর এবার হিমাচল প্রদেশে নিষিদ্ধ হলো সঞ্জয় লীলা বানসালির এই সিনেমাটি।

হিমাচল প্রদেশের বিজেপি সরকার এরইমধ্যে জানিয়ে দিয়েছে, ‘পদ্মাবত’ হিমাচল প্রদেশের কোথাও মুক্তি দেওয়া হবে না। ছবিটি নিয়ে রাজ্যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি যাতে না হয়, এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশের রাজ্য সরকার। ফলে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে ‘পদ্মাবত’র মুক্তি।