Friday, April 19, 2024
জীবনযাপন

বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী কত টাকা বেতন পান?

যেসব প্রধানমন্ত্রীরা তাদের নিজেদের দেশ এমনকি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন তারা নিজেরা কত টাকা বেতন পান? এ নিয়ে সেই প্রধানমন্ত্রীদের ভক্ত বা সাধারন মানুষের মাঝে জল্পনার শেষ নেই। তবে তারা যতই ক্ষমতাবান হন না কেন সবাই কিন্তু রাষ্ট্রীয় বেতনভুক্ত মানুষ। আর বেশি ক্ষমতাধর দেশ হলেই যে বেতন বেশি হবে এমনটাও না। এমনই কিছু বিশ্ব নেতাদের বার্ষিক আয়ের হিসাব দেওয়া হল প্রতিবেদনে।

১. লি হুসেন লুং (সিঙ্গাপুর):

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিঃ লি হুসেন লুং বছরে বেতন পান ১৭ লাখ ডলার।

২. ডোনাল্ড ট্রাম্প (মার্কিন যুক্তরাষ্ট্র):

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেতন বছরে চার লাখ ডলার।

৩. জাস্টিন ট্রুডো (কানাডা):

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বছরে বেতন পান ২ লাখ ৬০ হাজার ডলার।

৪. আঙ্গেলা ম্যার্কেল:

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বছরে বেতন হিসেবে পান ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার।

৫. শিনজো আবে (জাপান): 

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বছরে বেতন পান ২,০২,৭০০ ডলার।

 

৬. রিসেপ তায়িপ এরদোয়ান (তুরস্ক):

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের বছরে বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার।

৭. এমানুয়েল মাক্রোঁ (ফ্রান্স):

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বেতন বছরে ১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার।

৮. থেরেসা মে (যুক্তরাজ্যে):

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ ডলার।

৯. ভ্লাদিমির পুতিন (রাশিয়া): 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেতন অন্যদের তুলনায় খুব একটা বেশি নয়। বছরে তিনি পান ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার।

১০. নরেন্দ্র মোদী (ভারত): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান।

১১. শেখ হাসিনা (বাংলাদেশ):

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বছরে মোট বেতন ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার।