Wednesday, December 6, 2023
আন্তর্জাতিক

এবার ইসরাইলের উপর শত শত রকেট হামলা লেবাননের, পাল্টা দিচ্ছে নেতানিয়াহুরাও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার সকালে ইসরাইলের উপর ৫০০০ রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি, জঙ্গিরা ইসরাইলে ঢুকেও নির্বিচারে হত্যালীলা চালায়। হামাসের পর এবার হেজবোল্লা।

ইসরায়েলকে লক্ষ্য করে লেবনান থেকে শত শত রকেট ছুড়ছে হেজবোল্লা গোষ্ঠী। হামাসের মত হেজবোল্লাও ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ডাক দিয়েছে।

বলে রাখি, হামাস জঙ্গিদের থেকে লেবাননের হেজবোল্লা গোষ্ঠী অন্তত দশ গুণ বেশি লড়াইয়ের ক্ষমতা রাখে। হামাসের থেকে হেজবোল্লার কাছে আধুনিক অস্ত্রের সংখ্যাও বেশি। হেজবোল্লাকে রুখতে পাল্টা কড়া আক্রমণ করছে ইসরায়েলও।