অযোধ্যার রাম মন্দির তৈরিতে মার্চ পর্যন্ত খরচ হয়েছে ৯০০ কোটি টাকা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট শনিবার জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ৯০০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ কোটি টাকা রয়েছে।
শনিবার সকালে ট্রাস্টের আধিকারিকদের তিন ঘন্টার বৈঠক করেন। বৈঠকের পর সচিব চম্পত রাই বলেন, বৈদেশিক মুদ্রায় অনুদান নেওয়ার আইনি প্রক্রিয়া সহ ১৮ টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সর্যু নদীর তীরে অবস্থিত রাম কথা যাদুঘরটি একটি আইনি ট্রাস্ট হবে এবং সেখানে রাম মন্দিরের ৫০০ বছরের ইতিহাস এবং ৫০ বছরের আইনি নথি রাখা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের প্রায় ১০,০০০ বিশিষ্ট ব্যক্তি ২২ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলা অভিষেক (প্রাণ প্রতিষ্টা) অনুষ্ঠানে যোগ দেবেন। মন্দির ট্রাস্ট সারাদেশের মানুষকে অভিষেক অনুষ্ঠানের দিন সূর্যাস্তের পরে তাদের বাড়িতে প্রদীপ জ্বালানোর অনুরোধ করেছেন।