Monday, September 16, 2024
কলকাতা

দত্তপুকুর বিস্ফোরণ কান্ডে এখনই NIA-CBI তদন্ত নয়, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দত্তপুকুর বিস্ফোরণ কান্ডে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। এই ঘটনার NIA-CBI তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রাজর্ষি লাহিড়ী। তবে আদালত সেই আর্জি খারিজ করে দিল।

আদালত জানিয়েছে, ইতিমধ্যে এনআইএর তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। তদন্ত শুরু হয়েছে। তাদের তদন্তের জন্য কিছুটা সময় দেওয়া হোক।

রবিবার সকালে দত্তপুকুর থানার নীলগঞ্জে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় একটি দোতলা বাড়ি। আশপাশের অন্তত ১০০টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়। 

বিজেপির অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে।