ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ার ঘটনায় উপ্তত্ত হরিয়ানা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা, মোতায়েন আধাসেনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মণিপুরের পর এবার অশান্ত হরিয়ানা। সোমবার ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনায় ক্রমশ উত্তাপ বাড়ছে হরিয়ানার বিভিন্ন জেলায়। নুহ জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি, নুহ জেলায় মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী।
এদিকে, মোটরবাইক ও এসইউভিতে সওয়ার অন্তত ২০০ জন মিলে গুরুগ্রামের (Gurugram) বাদশাহপুর এলাকার একাধিক দোকানে ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নুহ, গুরুগ্রাম, ফরিদাবাদ, পালওয়াল এবং রেওয়ারি জেলায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল অবধি নুহ এবং ফরিদাবাদে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোহনা, পাতৌদি এবং মানেসরেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
জানা গেছে, অশান্তির সূত্রপাত ঘটে সোমবার নুহ জেলায়। প্রত্যক্ষদর্শীদের জানাচ্ছেন, বিশ্ব হিন্দু পরিষদের ‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’ নামে এক ধর্মীয় শোভাযাত্রায় ইট-পাথর ছোড়াকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।