Wednesday, October 9, 2024
রাজ্য​

ফ্ল্যাট দেওয়ার নাম করে ৪২৯ জনের থেকে ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নুসরতের বিরুদ্ধে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা আত্মসাত করেছেন নুসরত। সোমবার সন্ধ্যায় প্রতারিতদের নিয়ে ইডির দফতরে দেখা যায় শঙ্কুদেবকে।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে নুসরত ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নেন। গড়িয়াহাটে মেসার্স সেভেন সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর নুসরত। এই সংস্থার মাধ্যমেই নুসরত টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

৩ বছরের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও ৯ বছর কেটে যাওয়ার পরও মেলেনি ফ্ল্যাট। এরপর আদালতের দ্বারস্থ হন প্রতারণার শিকার হওয়া ৪২৯ জন। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।

জানা যায়, ৪২৯ জনের থেকে তোলা টাকা থেকে ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন। যার মধ্যে নুসরতও রয়েছেন। অর্থাৎ, ফ্ল্যাট দেওয়ার জন্য তোলা টাকায় ফ্ল্যাট কেনেন নুসরত। বিষয়টি ইডির দেখার আবেদন জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এবং ৪২৯ জন প্রতারণার শিকার ভুক্তভোগীরা।