ত্রিপুরা থেকে গ্রেফতার ৫২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে অনুপ্রবেশ অব্যাহত। ত্রিপুরা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়েছে ৫২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী। যা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এই বিষয়ে কথা বলতে গিয়ে, ত্রিপুরার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজিপি) মঞ্চক ইপ্পার বলেছেন, ‘ত্রিপুরা পুলিশ অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের খুঁজে বের করার জন্য দেশব্যাপী একটি নেটওয়ার্ক তৈরি করেছে।’
উল্লেখ্য, মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধভাবে অসম, ত্রিপুরায় ঢুকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাংশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে অনেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এইসমস্ত রোহিঙ্গারা দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ প্রসঙ্গে ত্রিপুরার শীর্ষ পুলিশ আধিকারিক মঞ্চক ইপ্পার আরও জানিয়েছেন, “আমরা বিষয়টি গুরুত্বের দিয়ে দেখছি। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে বেশ কিছু মামলা দায়ের হয়েছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। যারা রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এবং এখানে থাকতে সাহায্য করছে তাদেরও খোঁজ করা হচ্ছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা কঠোরভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। চলতি বছরে এখনও পর্যন্ত ৫২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নজরদারি জারি থাকবে।”
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত, মোট ৩৫৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রোহিঙ্গা এবং সীমান্তের দালাল/সুবিধাদাতা রয়েছে।