Monday, March 24, 2025
দেশ

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হরিন্দর সিং খালসা

নয়াদিল্লি: পাঞ্জাবের আম আদমি পার্টির সাসপেন্ড হওয়া নেতা হরিন্দর সিং খালসা যোগ দিলেন বিজেপিতে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে আম আদমি পার্টিতে যোগদান করেন তিনি।

২০১৪ সালে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছিলেন এই সাংসদ। পরে দলের নানা গতিবিধি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলে দল ছাড়েন হরিন্দর সিং খালসা।

১৯৯৬ সালে পাঞ্জাবের ভাটিন্ডা থেকে সাংসদ হয়েছিলেন হরিন্দর সিং। তখন তিনি শিরোমনি আকালি দলের সদস্য ছিলেন। হরিন্দর সিং অটল বিহারী বাজপেয়ী সরকারে রাষ্ট্রীয় এসসি/এসটি আয়োগের সদস্য ছিলেন।