Tuesday, March 25, 2025
দেশ

‘নমাজ পড়ার ভঙ্গিতে বসেছিলেন রাহুল গান্ধী’

আহমেদাবাদ: গুজরাটে বিধানসভা নির্বাচনের ঠিক একমাস আগে ২০১৭ সালের নভেম্বর মাসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমনাথ মন্দিরে গিয়ে পুরোহিতের বকুনি খেয়েছিলেন। বুধবার এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বকুনি খাওয়ার কারণ নাকি মন্দিরে নমাজ পড়ার ভঙ্গিতে বসা।

আহমেদাবাদের একটি জনসভায় যোগী আদিত্যনাথ বলেন, গুজরাটের লোকেরাই রাহুল গান্ধীর মুখোশ খুলে দিয়েছে। রাহুল সোমনাথ মন্দির যান এবং নমাজের মতো হাঁটু মুড়ে প্রার্থনা জানাতে বসেন। মন্দিরের পুরোহিত তাঁকে তিরষ্কার করে বলেন এটা মন্দির, এখানে হাঁটু মুড়ে নয়, পা ভাঁজ করে আসনে বসতে হয়।

আদিত্যনাথ বলেন, নির্বাচন কাছাকাছি না থাকলে পবিত্র স্থান দেখার মতো সময় থাকে না কংগ্রেসের হাতে। যারা হিন্দু নন তাঁদের সোমনাথ মন্দিরে ঢুকতে বিশেষ অনুমতি লাগে। ২০১৭ সালের নভেম্বরে মন্দিরটি দর্শনের সময় রাহুল গান্ধীকে ঘিরে আরও একটি বিতর্ক তোলা হয়। রাহুল নাকি ‘অহিন্দু’ হিসাবেই ভক্তদের নাম লেখার খাতায় নিজের নাম সই করেন।

পাশাপাশি, প্রয়াগরাজে কুম্ভ মেলায় কংগ্রেসের নেতৃবৃন্দের যোগদান প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, চার কোটি ভক্ত কুম্ভ মেলায় এসেছিলেন। যখন কংগ্রেস জানতে পারে যে এতো বিশাল ভোটবাক্স রয়েছে এখানে তখন তাঁদের নতুন প্রজন্মের নেতারাও মেলায় আসেন। তাঁরা বলেছিলেন যে, গঙ্গা পরিষ্কার নয়, কিন্তু এখন তাঁরা গঙ্গার জল খাচ্ছেন।