Monday, March 17, 2025
দেশ

শত্রুঘ্ন সিনহা যোগ দিলেন কংগ্রেসে, লড়তে পারেন রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে

নয়াদিল্লি: বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা অবশেষে বিজেপিতে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে অভিনেতার একদিনের বৈঠক ও ছবি বিষয়টিতে শীলমোহর দিয়েছে। আজই তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেবেন বলে জানা গিয়েছে। কংগ্রেসের যোগ দিয়ে পাটনা সাহেবি থেকে রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে লড়বেন তিনি।

এদিনের বৈঠক শেষে শত্রুঘ্ন বলেন, রাহুল গান্ধী খুব উৎসাহী ও ইতিবাচক। তিনি আমার প্রশংসা করে বলেন যে, আমি বিজেপির মধ্যে মর্যাদা বজায় রেখেই বিদ্রোহ ও সমালোচনা করেছি। রাহুল আমার চেয়ে ছোট, কিন্তু আজ তিনি দেশের একজন জনপ্রিয় নেতা। আমি নেহরু-গান্ধীর পরিবারের সমর্থক। আমি মনে করি তাঁরাই দেশের নির্মাতা।

কংগ্রেস নেতা শাক্তিসিংহ গোহিল টুইট করে জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের তীব্র সমালোচনা করেছেন। এবং গত বছর থেকেই একাধিকবার টুইটে বিজেপির নানা বিষয়ে নিন্দা ও সমালোচনা করেছেন শত্রুঘ্ন সিনহা।

শত্রুঘ্ন সিনহা বলেন, আমি ওয়ান ম্যান আর্মিকে দেখানোর চেষ্টা করেছি। এখন আয়নায় দু’জন মানুষ। তাঁরা গণতন্ত্রকে একনায়কতন্ত্রে পরিণত করেছে। এখন আমি বিজেপি ছেড়ে যাচ্ছি কারণ সেখানে একনায়কতন্ত্র চলছে। তাই, আমি জাতির জন্য দেশের জন্য কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।