Monday, March 24, 2025
রাজ্য​

রাজ্যের প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র বাহিনী: নির্বাচন কমিশন

কলকাতা: সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় অথবা রাজ্যের সশস্ত্র বাহিনী মজুত থাকবে। শুক্রবার সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার। তবে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়। সমস্ত স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরাও থাকবে।

যদিও, কোন কোন ভোটগ্রহণ কেন্দ্রের জন্য এই দ্বিতীয়টির ব্যবস্থা, তা এখনও জানা যায়নি। রাজ্যের প্রতিটি বুথে হয় কেন্দ্র অথবা রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে। মাইক্রো অবজার্ভাররাও থাকবেন সেখানে। কোন বুথগুলি স্পর্শকাতর তা পর্যবেক্ষকদের কাছ থেকেই জানা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রতিটি জেলার জেলাশাসক এবং সুপারিনটেনডেন্ট অব পুলিশের সঙ্গে আলোচনা করেই পর্যবেক্ষককরা স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যাপ্ত বাহিনী সমস্ত কেন্দ্রের সমস্ত বুথেই থাকবে। প্রয়োজন পড়লে আরও বাহিনী মোতায়েন করা হবে। আপাতত ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় মার্চও করে ফেলেছে।

এখনও পর্যন্ত এই রাজ্য থেকে ১১ কোটি ১৫ লক্ষ টাকার বেআইনি নগদ অর্থ এবং ৫ লাখ ৪৯ হাজার টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।