Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

পর্তোপ্রাঁস: নিজের বাড়িতেই গুলি করে খুন করা হল হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে (৫৩)। গুলিতে তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৭ থেকে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট ছিলেন জোভেনেল ময়েস।

দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় আনুমানিক রাত একটায় পোর্ট-অ-প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে জোভেনেল ময়েসকে গুলি করে হত্যা করেছে একদল আততায়ী।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে জঘন্য, অমানবিক ও বর্বর আচরণ বলে তীব্র নিন্দা করেছেন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। শান্তির বার্তা দিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের জয় হবে।

উল্লেখ্য, উত্তর আমেরিকার দরিদ্র দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাইতিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিদেশি গ্রুপের সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।