জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে ASI সমীক্ষায় কি কি পাওয়া গেল?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৪ আগস্ট থেকে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাচ্ছে ASI। ইতিমধ্যেই গত মঙ্গলবার সমীক্ষার পঞ্চম দিনে সমীক্ষা চালানো হয়েছে মসজিদের উত্তরের দেওয়াল, গম্বুজ এবং বেসমেন্টে। মসজিদের গম্বুজ পর্যবেক্ষণ করা হয়েছে। সেটির পরিমাপ করা হয়েছে। বৈজ্ঞানিক উপায়ে যাচাই করে দেখা হয় গম্বুজ তৈরির সময়কাল।
জানা গেছে, বেসমেন্ট থেকে বেশ কিছু বস্তু পাওয়া গিয়েছে। সেখান থেকে একাধিক প্রাগৈতিহাসিক চিহ্ন মিলেছে। যার কোনওটিই মসজিদের সময়কালের সময় নয়। সবকটিই মসজিদের নির্মাণের আগের বলেই মনে করা হচ্ছে।
উপরের অংশের সমীক্ষার পর ASI টিম নীচের অংশের জরিপ করবে। এদিকে, এর মধ্যেই ASI সার্ভে নিয়ে মিডিয়া কভারেজ নিয়ে আপত্তি জানিয়েছে মুসলিম পক্ষ।
জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের মামলাকারী সীতা সাহু বলেন, “মসজিদের বেসমেন্টেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। কল্পনার অতীত হিন্দু নিদর্শন রয়েছে।”
সীতা সাহুর দাবি, “বেসমেন্টের পশ্চিমদিকের দেওয়াল যেন চিৎকার করে বলছে, এটি একটি হিন্দু ধর্মস্থল ছিল। স্বস্তিকা চিহ্ন, পদ্ম চিহ্ন, কুলুঙ্গি, ত্রিশূল এবং বেশ কিছু মূর্তিও উদ্ধার হয়েছে সেখান থেকে। হিন্দু ধর্মীয় এইসমস্ত প্রতীক চিহ্নগুলিকে লুকিয়ে রাখারও চেষ্টা করা হয়েছিল। দেওয়ালের কুঠুরিতে এই চিহ্নগুলি ঢুকিয়ে চুন দেওয়া হয়েছিল।”