Sunday, September 15, 2024
দেশ

জ্ঞানবাপীতে সমীক্ষায় পাওয়া তথ্য সম্পর্কে খবর প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মসজিদ কমিটি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের হাইকোর্টের দ্বারস্থ জ্ঞানবাপী মসজিদ কমিটি। এবার তারা জ্ঞানবাপী মসজিদে এএসআইয়ের বৈজ্ঞানিক সমীক্ষায় পাওয়া তথ্য সম্পর্কে খবর প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।

উল্লেখ্য, আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে গত ৪ আগস্ট থেকে সমীক্ষা চালাচ্ছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)। ইতিমধ্যেই সমীক্ষা চালানো হয়েছে মসজিদের উত্তরের দেওয়াল, গম্বুজ এবং বেসমেন্টে।

জ্ঞানবাপী মসজিদ কমিটি চাইছে, সমীক্ষার খবর যাতে কোনও সংবাদমাধ্যমে প্রকাশিত না হয়। সেই আর্জি জানিয়ে ইতিমধ্যেই জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। মুসলিম পক্ষের দাবি, সমাজমাধ্যম, টেলিভিশন এবং সংবাদপত্রে প্রতিনিয়ত এই সম্পর্কিত খবর প্রকাশিত হচ্ছে। এতে করে মানুষের মনে ভ্রান্তি তৈরি হচ্ছে। তাই জ্ঞানবাপী নিয়ে খবর প্রকাশ এখনই বন্ধ হওয়া উচিত।