Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

ইরানে মহিলারা হিজাব না পরলে জোরপূর্বক মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হচ্ছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিজাব বিরোধী আন্দোলনকে রুখতে কড়া ব্যবস্থা নিল ইরান প্রশাসন। মহিলারা হিজাব না পরলে তাকে জোরপূর্বক মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠাচ্ছে ইরান কর্তৃপক্ষ। ইরানের স্বাস্থ্যসেবা সংস্থাগুলো জানিয়েছে, বিচার বিভাগ উদ্দেশ্য হাসিল করতে মানসিক চিকিৎসা ব্যবস্থাকে ব্যবহার করছে।

সম্প্রতি ইরানি অভিনেত্রী আফসানে বায়েগান হিজাব না পরা অবস্থার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন। হিজাবছাড়া একটি অনুষ্ঠানেও যোগ দেন। এই অপরাধে তাকে ২ বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। সেইসঙ্গে প্রতি সপ্তাহে একদিন তাকে বাধ্যতামূলকভাবে মনোবিদের দ্বারস্থ হয়ে কাউন্সেলিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরেক নারী হিজাব ছাড়া গাড়ি চালান। এই অপরাধে তাকেও সাজা দিয়েছে ইরানের আদালত। তাকে এক মাসের জন্য মর্গ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের আরেক অভিনেত্রী আজাদেহ সামাদি একজনের দাফনকার্যে হিজাবের পরিবর্তে টুপি পরে গিয়েছিলেন। এর জন্যেও তাকে সাজা দেওয়া হয়েছে। ইরানের বিচারকরা তাকে অসামাজিক ব্যক্তিত্বের ব্যাধিতে আক্রান্ত বলে অভিহিত করেছে। তাকে প্রতি সপ্তাহে মানসিক চিকিৎসাকেন্দ্রে গিয়ে থেরাপি নিতে বলা হয়েছে।