কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম ২ জন জঙ্গি। এদিন রাতভর পাক গুলিবৃষ্টি চলে উরি সেক্টরে। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ঘটনাস্থল থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। নিকেশ হওয়া ২ জঙ্গি লস্করের বলে অনুমান সেনার।
সেনার কাছে গোপন সূত্রে খবর আসে, কুপওয়াড়ায় জঙ্গিরা লুকিয়ে আছে। শুক্রবার সকাল থেকেই কুপওয়াড়া জেলার হান্দওয়াড়া এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জওয়ানরা। তখনই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সংর্ঘষে খতম ২ জঙ্গি।
#JammuAndKashmir : Encounter underway between terrorists and security forces in Kupwara district’s Handwara area. Two to three terrorists believed to be trapped. More details awaited.
— ANI (@ANI) 1 March 2019
মৃত ২ জঙ্গি লস্করের বলে অনুমান সেনার। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা–জঙ্গি গুলির লড়াই থেমে গেছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। এখনও সেখানে আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে ধারণা সেনার। তাদের খোঁজে চলছে তল্লাশি।