শীঘ্রই বাজারে আসছে ২০ টাকার কয়েন
নয়াদিল্লি: এবার বাজারে আসছে ২০ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে।
অর্থমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, ২৭ মিলি ডায়ামিটারের এই কয়েনের ১২ বাহুর বহুভূজ। ১০ টাকার কয়েনের সঙ্গে ২০ টাকার কয়েনের কিছু মিল থাকছে। দশ টাকার কয়েনের মতোই ২০ টাকার কয়েনে থাকবে দুটি স্তর।
নতুন এই কয়েনের এক দিকে থাকবে অশোক স্তম্ভের সিংহের ছাপ, নিচে খোদিত থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁদিকে হিন্দি অক্ষরে ‘ভারত’ ও ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ‘ইন্ডিয়া’।
PM @narendramodi releasing the new series of visually impaired friendly circulation coins, in New Delhi. Rs.1, Rs.2, Rs.5, Rs.10 and Rs.20 are the various denominations of coins released as part of the new series. pic.twitter.com/FJf6WwWTQI
— PIB India (@PIB_India) 7 March 2019
২০ টাকার কয়েনে বাইরের দিকের বৃত্ত থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা ও ২০ শতাংশ নিকেল। ভিতরের দিকের গোল অংশটিতে থাকবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ জিঙ্ক এবং ৫ শতাংশ নিকেল।