Tuesday, November 5, 2024
দেশ

জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলাকারী হিজবুল জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ

শ্রীনগর: পুলওয়ামা হামলার ঠিক তিন সপ্তাহের মধ্যে এদিন ফের জম্মুতে গ্রেনেড হামলা। হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। মারা গিয়েছে এক নাবালক। হামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলাকারী যুবকের নাম ইয়াসির ভাট। হিজুবল কমান্ডার ফারুক আহমেদ ভাট তাকে দায়িত্ব দিয়েছিল। নিজের দোষ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ইয়াসির।

জম্মুর আইজিপি মনীষ কে সিনহা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ জম্মু বাসস্ট্যান্ড লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড। ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে। মৃত উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা ১৭ বছরের মহম্মদ শারিক। জখম হয়েছেন কমপক্ষে ৩২ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আচমকা এসে বাস স্ট্যান্ডে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। গ্রেনেডটি গিয়ে পড়ে একটি বাসের নিচে। তারপর বিস্ফোরণ হয়। নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।