Saturday, July 27, 2024
দেশ

‘জামাত-ই-ইসলামিকে সমর্থন করলে মেহবুবা মুফতিকে গ্রেফতার করা উচিত’

শ্রীনগর: জামাত-ই-ইসলামির মতো নিষিদ্ধ সংগঠনের হয়ে গলা ফাটানোর জন্য কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গ্রেফতার করা উচিত। এমনটাই দাবি বিজেপি নেতা তথা কাশ্মীরেরই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কবিন্দার গুপ্তার।

পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর সম্প্রতি জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে কেন্দ্র। এরপর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মেহবুবা মুফতি। মেহবুবা মুফতি বলেছিলেন, জামাত নিষিদ্ধ করলে অসুবিধায় পড়বে তাঁদের দায়িত্বে থাকা মাদ্রাসাগুলি। সেখানকার শিশু, পড়ুয়ারা ভুক্তভোগী হবে। অথচ শিবসেনা, জনসঙ্ঘ, আরএসএস মানুষকে মারছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফল মারাত্মক হতে পারে।

পাল্টা জবাব দেন কাশ্মীরে বিজেপির শীর্ষ নেতা কবিন্দর গুপ্তা। তাঁর কথায়, বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্যান্য অনেক রাষ্ট্র মাদ্রাসা বন্ধ করেছে। একইরকম ভাবে কোনও সংগঠন বা সংস্থা যদি কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদত দেয়, অশান্তি ছড়াতে চায় তাহলে তাদেরও নিষিদ্ধ করা উচিত।

এখানেই না-থেমে তিনি আরও বলেন, যদি মেহবুবা মুফতি জামাত-ই-ইসলামি-কে সমর্থন করেন, তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিত।