Saturday, July 27, 2024
দেশ

মুসলিম জনসংখ্যায় ভারত বিশ্বে এক নম্বর হবে, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: গোটা বিশ্বেই ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা বাড়ছে হু হু করে। ২০৬০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার বিচারে ভারত ছাপিয়ে যাবে ইন্দোনেশিয়াকেও। সেই ইন্দোনেশিয়া, যেখানে সবচেয়ে বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস। হ্যাঁ, এমনটাই দাবি করেছে পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center) নামে একটি মার্কিন সমীক্ষক সংস্থা।

পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুযায়ী, ২০৬০ সালের মধ্যে মুসলমান জনসংখ্যায় বিশ্বে ভারত হবে এক নম্বর। এখন এক নম্বরে থাকা ইন্দোনেশিয়াকে টপকে যাবে ভারত। ২০১৫ সালের হিসেবে গোটা বিশ্বের মুসলমান জনসংখ্যার মধ্যে ইন্দোনেশিয়ায় ছিল ১২.৬ শতাংশ। সেটা কমে হবে ৮.৫ শতাংশ। ভারতের মোট জনসংখ্যার হিসেবে মুসলমান জনসংখ্যা ১৪.৯ থেকে বেড়ে হবে ১৯.৪ শতাংশ।

প্রসঙ্গত, বর্তমানে পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা। এটাই উল্টে যাবে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। রিপোর্টে জানানো হয়েছে, খ্রিস্টানদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ যতটা বেশি, মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে তুলনায় বেশি বংশবৃদ্ধির হার। একজন মুসলমান মহিলা গড়ে জন্ম দেন ৩.১টি শিশু।