Thursday, July 18, 2024
দেশ

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জিডি বিড়লা স্কুল

কলকাতা: চার বছর বয়সী শিশু ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিডি বিড়লা স্কুল। এদিন নোটিস জারি করে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জিডি বিড়লা স্কুল। সমস্ত অভিভাবকবৃন্দ ও স্কুলের সঙ্গে যুক্ত সবাইকে জানানো হচ্ছে যে, ৪ ডিসেম্বর (সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুল। স্কুলের জুনিয়র ও সিনিয়র, দুই বিভাগই বন্ধ থাকবে।

স্কুল কবে খুলবে বা কতদিন বন্ধ থাকবে, তা নিয়ে পরে আবার নোটিশ জারি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্কুলের তরফে এই নোটিশ জারি করেছেন জিডি বিড়লার প্রিন্সিপ্যাল।

আর এই নোটিশ পাওয়া মাত্রই চরম বিভ্রান্তি ছড়িয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে।

প্রসঙ্গত, জিডি বিড়লা স্কুলে চার বছরের ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত দুই শিক্ষকের ফের পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত দুই শিক্ষকের ১৫ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফজতের নির্দেশ দিল আলিপুরের ষষ্ঠ এডিজে পকসো আদালত। নেওয়া হবে নির্যাতিতার গোপন জবানবন্দি। হবে মেডিক্যাল টেস্টও।