Sunday, October 6, 2024
দেশ

অবশেষে স্বস্তি! আরও কমল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণে অব্যাহত রইল পেট্রোল-ডিজেলের দামের পতন। শনিবার ফের কমল জ্বালানির দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২২ পয়সা কমে হয়েছে ৭০.৭০ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ২৫ পয়সা কমে হয়েছে ৬৫.৩০ টাকা।

বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৩২ পয়সা কমে হয়েছে ৭৬.২৮ টাকা আর ডিজেলের দাম ২৭ পয়সা কমে হয়েছে ৬৮.৫৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৩.৩৩ টাকা ও ডিজেলের দাম ৬৮.৯৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৭২.৭৫ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৬৭.০৩ টাকা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দামের পতনের জেরে গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার কমছে জ্বালানির দাম। তবে এই ধারাকে আটকাতেই বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্রজোট OPEC সহ আরও ১০টি তেল উৎপাদনকারী দেশ দৈনিক প্রায় ১.২ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।  আর এই সিদ্ধান্তের ফলে ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই দুশ্চিন্তার মোদী সরকার। সূত্রের খবর, ১ জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে এই নয়া আইন।