Thursday, December 12, 2024
দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে জম্মু ও কাশ্মীরের মান্ডিতে গভীর খাদে বাস, মৃত ১৩

শ্রীনগর: খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত্যু হল ১৩ জনের। শনিবার সকাল ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মান্ডিতে। ১৭ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে বাসটি জম্মু ও কাশ্মীরের লোরান থেকে পুঞ্চ যাচ্ছিল। পথে মান্ডি জেলার প্লেরার কাছে একটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি পাল্টি খেয়ে পড়ে যায় পাশের ১০০ মিটার গভীর খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন বাস যাত্রীর।

এক পুলিশ অফিসার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে প্লেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই সেটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধারে এগিয়ে আসেন এলাকাবাসীরাই। আহতদের চিকিত্‍সার জন্য মাণ্ডির জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।