Friday, December 13, 2024
দেশ

দেশের ৮৩ শতাংশ মানুষ ফের মোদীকে চাইছেন

নয়াদিল্লি: আর দিন কয়েকের মধ্যে দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা লোকসভা নির্বাচনের। টাইমস অফ ইন্ডিয়া’র সমীক্ষার অনলাইন সমীক্ষায় দাবি করা হয়েছে, নতুন সরকার গঠনে মানুষ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ জোটকেই এগিয়ে রাখছে। আসন্ন লোকসভা নির্বাচনের কোন দল জিতবে? এই প্রশ্নের উত্তরে ৮৩.০৩% ভোট পেয়েছে মোদী নেতৃত্বাধীন NDA সরকার।

২০১৪ এর লোকসভা নির্বাচনে পর বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত লোকসভা ভোটের মতো ‘মোদী হাওয়া’ নেই বলেই ধরে নিয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে সেই ধারনাকে ভুল করে দিলো এই সমীক্ষা। কারণ, আজই নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদীকেই দেখতে চেয়ে ভোট দিয়েছে ৮৪%।

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর পক্ষে ভোট পড়েছে মাত্র ৮.৩৩%। চতুর্থ স্থানে থাকা বিএসপি নেত্রী মায়াবতী পেয়েছেন ০.৪৩% ভোট এবং এদের বাইরে ‘অন্য কাউকে’ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ভোট পড়েছে ৫.৯%।

চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতায় ব্রিগেডে বিশাল সভা করে মহাজোটের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইন সমীক্ষায় সেই মহাজোটের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই সমীক্ষা বলছে, মহাজোট সরকার গড়বে এমন আশা রাখছেন মাত্র ৩.৪৭ শতাংশ মানুষ।