Thursday, December 5, 2024
Latestরাজ্য​

বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশিকে আটক করল বিএসএফ

কলকাতা: অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করার অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার এই তথ্য জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা। মঙ্গলবার গভীর রাতে টহলদারির সময়ে এই পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করে বিএসএফ।

বিএসএফের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, দুটি আলাদা ঘটনায়, উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা এবং তারালি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, এই অবৈধ অনুপ্রবেশকারীরা জানিয়েছে,  বাংলাদেশী দালালদের সাহায্যে, ভারতে এসেছে তারা।

বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, পরবর্তী আইনি পদক্ষেপ করতে, ধৃতদের নির্দিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আরেকটি ঘটনায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করার সময়, চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফ অধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করায় ২৭৮ জন ভারতীয় এবং ১ হাজার ২১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।