Sunday, March 16, 2025
Latestরাজ্য​

ফতোয়া উড়িয়ে বিসর্জনেও সামিল হলেন নুসরত

বসিরহাট: দশমীতে একদিকে ভারতের টাকির ইচ্ছামতী নদীতে চলে প্রতিমা বিসর্জন, অন্যদিকে বাংলাদেশের দেভাটায় ইছামতি নদীতে চলে দুর্গা পূজার ঠাকুর বিসর্জন। এ বছরও উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকির ইছামতি নদীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা বিসর্জন। ইছামতি নদীতে বিসর্জনে সামিল হন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। সঙ্গে তাঁর স্বামী নিখিল জৈন-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

সাংসদ তথা অভিনেত্রী নুসরতা জাহান এবারই প্রথম বার দেখলেন টাকির ইচ্ছামতী নদীতে প্রতিমা বিসর্জন। বিসর্জন পর্ব দেখে অভিভূত অভিনেত্রী নুসরাত। নুসরাত বলেন, যেভাবে ইছামতি নদীর দুই তীরে দুই দেশের প্রতিমা বিসর্জন হচ্ছে তার ব্যাখ্যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। এত দিন শুনেছিলাম কিন্তু আজ নিজে দেখে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হল আমার।

তবে এদিন যাতে কেউ কোনও ভাবেই যেন জলসীমা লঙ্ঘন না করতে পারে, সে কারণে নদীতে টহল দেয় বিএসএফের জলযান। সুষ্ঠুভাবে ইছামতি নদীতে যাতে ভাসান হয়, সেজন্য কঠোর নিরাপত্তা বহাল রাখে পুলিশ। বসিরহাটের ইছামতী নদীতে মহা ধুমধামের সঙ্গে চলে দুর্গা প্রতিমা বিসর্জন।

অষ্টমীতে স্বামীকে সঙ্গে নিয়ে দুর্গা পূজামণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন নুসরাত। একসাথে দু’জনে মিলে ঢাকও বাজিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইসলামিক কট্টরপন্থীরা নুসরাতের উপর ফতোয়া জারি করে, হত্যার হুমকি দেয়। ইসলামিক জেহাদীদের রোষের মুখে পড়েন নুসরাত। তবে সেসব ফতোয়া-হুমকি কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিসর্জনে সামিল হলেন নুসরাত।