Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা: তিনজন শ্রমিককে বরখাস্ত করার মামলায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। এখনও পর্যন্ত ইউনুসই বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী। বুধবার তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ঢাকার শ্রম আদালতের চেয়ারম্যান রবিউল ইসলাম। সমন পাঠানো সত্ত্বেও শ্রম আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

সম্প্রতি গ্রামীণ কমিউনিকেশনের তিন কর্মীকে বরখাস্ত করেন ইউনুস। জানা যায়, ট্রেড ইউনিয়ন করার কারণে ওই তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত ওইসব কর্মীরা শ্রম আদালতের দারস্ত হয়। মামলা দায়ের করেন গ্রামীণ কমিউনিকেশনের চেয়ারম্যান ড. ইউনুস, ম্যানেজিং ডিরেক্টর নাজনিন সুলতানা ও ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দেকার আবু আবেদিনের বিরুদ্ধে।

মামলাকারীদের অভিযোগ, ট্রেড ইউনিয়ন করার জন্য বেআইনিভাবে তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই তিনজনকে। গত ৮ অক্টোবর ইউনুস-সহ বাকীদের আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। কিন্তু আদালতে হাজির হননি  ইউনুস। তারপরই আদালত ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে ইউনুসের আইনজীবী জানিয়েছেন, ডঃ মহম্মদ ইউনুস এই মুহূর্তে বিদেশে রয়েছেন। দেশে ফিরলেই তিনি আদালতে হাজিরা দেবেন।