স্ত্রীর সঙ্গে বচসার জের, তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল বাবা
গুরগাঁও: স্ত্রীকে বেধড়ক মারধর করেও রাগ মেটেনি। রাগে উন্মত্ত হয়ে নিজের ৩ বছরের শিশুকন্যাকেই ধর্ষণ করল ৩০ বছরের বাবা। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া ওই শিশুটিকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরগাঁওয়ে। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে তীব্র অশান্তির জেরে, রাগে বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী। পরদিন সকালে বাড়ি ফিরে দেখেন তাঁর বছর তিনেকের কন্যা অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে। নজরে পড়ে রক্তক্ষরণও। মেয়েকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারেন, তাকে ধর্ষণ করা হয়েছে। এর পরেই থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত ভাবে ধর্ষণের অভিযোগ করেন। গ্রেপ্তার করা হয় স্বামীকে।
Haryana: A man was arrested yesterday for allegedly raping his 3-year-old daughter in Gurugram on the intervening night of 28-29 November. FIR has been registered. pic.twitter.com/5AKsD4H65M
— ANI (@ANI) 1 December 2018
এদিকে পুলিশের জেরায় ওই যুবক তার অপরাধের কথা স্বীকার করেছে। দিল্লি পুলিশের এসিপি শামসের সিং জানিয়েছেন, মদ্যপ অবস্থায় সে তার একরত্তি মেয়েকে ধর্ষণ করেছে। স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্যই সে ওই জঘন্য কাজ করেছে। শুধু তাই নয় মেয়েকে সে মেরেও ফেলতে চেয়েছিল বলে জানিয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, ঘটনার শিকার ওই শিশুটির অবস্থা আশঙ্কাজনক।