Saturday, July 27, 2024
দেশ

লোকসভা নির্বাচনে নয়াদিল্লিতে বিজেপির প্রার্থী হচ্ছেন গৌতম গম্ভীর!

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে নয়াদিল্লি থেকে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ৩৭ বছর বয়সী গৌতম নয়াদিল্লির মীনাক্ষী লেখির আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ওই নির্বাচনী এলাকারই রাজিন্দর নগরের বাসিন্দা গৌতম গম্ভীর।

অন্যদিকে, মীনাক্ষী লেখি রাজধানীর অন্য যে কোন একটি আসন থেকে লড়তে পারেন বলে ধারনা করা হচ্ছে। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত গৌতম গম্ভীর যদিও রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে কোনও দিনই কিছু জানাননি। পাঞ্জাবের অমৃতসরে ২০১৪ সালে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নির্বাচনী প্রচারে হাই প্রোফাইল মুখ ছিলেন গৌতম গম্ভীর। যদিও ওই নির্বাচনে অরুণ জেটলি কংগ্রেসের অমরিন্দর সিংয়ের কাছে পরাজিত হন। মুখ্যমন্ত্রী হন অমরিন্দর।

উল্লেখ্য, সমসাময়িক রাজনীতি ও ঘটনাবলীর উপর বেশ কয়েকদিন ধরেই দৃঢ় মন্তব্য ও মতামত জানান গৌতম গম্ভীর। রাজনৈতিক মহলে কানাঘুঁষো শোনা যাচ্ছিল যে শীঘ্রই নতুন ইনিংস শুরু করবেন প্রাক্তন এই ক্রিকেটার। তাঁর টুইটার অ্যাকাউন্ট পুলওয়ামার সন্ত্রাসী হামলা বিষয়ক পোস্টেই এখন ভর্তি। সম্প্রতি সৈন্যদের শিশুদের শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিতেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়া দিল্লির শাসকদল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) তীব্র সমালোচনাও করেছেন গৌতম গম্ভীর।

বিজেপি সূত্রে খবর, আপ এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে দিল্লিতে তুরুপের তাস হতে পারেন গৌতম গম্ভীর। প্রসঙ্গত, আগামী মাস থেকে শুরু হতে চলা লোকসভা নির্বাচনে ১২ মে দিল্লিতে ভোট হবে। ২৩ মে সাত দফার এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।