Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় ১৫৭ আরোহী নিহত

আদ্দিস আবাবা: ১৫৭ জন যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির সকল আরোহী নিহত হয়েছেন। ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে।

বোয়িং-৭৩৭ বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল। ওড়ার মাত্র ৬ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। মোট ৩৩টি দেশের নাগরিক ছিল এই বিমানে। রাজধানী আড্ডিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফটু শহরের কাছে ভেঙে পড়ে বিমানটি। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

ইথিওপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮০০ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাদের কেউই বেঁচে নেই। মাত্র ৪ মাস আগে বিমানটি বহরে যোগ করেছিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ।