সাত দফায় লোকসভা নির্বাচন, গণনা ২৩ মে
নয়াদিল্লি: রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। গোটা দেশে প্রায় ১০ লাখ পোলিং বুথ। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হবে প্রতিটি পোলিং স্টেশনে।
প্রথম দফার ভোট : ১১ এপ্রিল, টি রাজ্যের ৯১ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
দ্বিতীয় দফার ভোট : ১৯ এপ্রিল, ১৩ টি রাজ্যের ৯৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
তৃতীয় দফার ভোট : ২৩ এপ্রিল, ১৪ টি রাজ্যের ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
চতুর্থ দফার ভোট : ২৯ এপ্রিল, ৯ টি রাজ্যের ৭১ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
পঞ্চম দফার ভোট : ৬ মে, ৭ টি রাজ্যের ৫১ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
ষষ্ঠ দফার ভোট : ১২ মে, ৭ টি রাজ্যের ৫৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
সপ্তম দফার ভোট : ১২ মে, ৮ টি রাজ্যের ৫৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ।
লোকসভায় ৯০ কোটি ভোটার। ১৮-১৯ বছরের মধ্যে ১৫ মিলিয়ন ভোটার। গোটা দেশে চালু হয়েছে আদর্শ নির্বাচনী বিধি। বিধি ভঙ্গ করলে কড়া ব্যবস্থা। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে না।