Wednesday, October 9, 2024
দেশ

কাশ্মীরে বড় সাফল্য সেনার! এনকাউন্টার খতম ১ জঙ্গি, আটক ২

শ্রীনগর: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। দফায় দফায় বারামুলার সোপোর এলাকায় চলল সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি। আটক আরও ২ জন জঙ্গি।

গোপন সূত্রে বারামুলা জেলার সোপোরে জঙ্গি উপস্থিতির খবর পায় সেনা। এর পরেই গোটা এলাকা ঘিরে অপারেশনে নামে জওয়ানরা। জওয়ানদের দেখা মাত্রই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সংঘর্ষে এখনও পর্যন্ত এক জঙ্গিকে খতম করছে সেনা। ওই এলাকায় আরও ২-৩ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের জেরে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে সোপোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।