Tuesday, March 19, 2024
রাজ্য​

জাতীয় দলের তকমা হারাতে চলেছে তৃণমূল? পর্যালোচনায় বসলো কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এরপরে প্রশ্ন উঠছে, এবার কি জাতীয় দলের মর্যাদা হারাতে চলেছে তৃণমূল। সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গেছে, তিনটি দলের জাতীয় দলের তকমা থাকা উচিত কিনা তা নিয়ে পর্যালোচনায় বসছে নির্বাচন কমিশন। দলগুলি হল তৃণমূল কংগ্রেস, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং সিপিআই।

উল্লেখ্য, সর্বভারতীয় দলের তকমা বজায় রাখতে যেসব শর্ত থাকতে হয়- যেমন দেশের চারটে রাজ্যে ন্যুনতম কয়েকটি আসনে জেতা, তা এই তিনটি দলের আছে কিনা তা খতিয়ে দেখতে পর্যালোচনায় বসলো কমিশন। সর্বভারতীয় দলের তকমা হারালে সব রাজ্যে নিজেদের দলীয় প্রতীকে লড়তে পারবেন না! ফলে তখন অন্য রাজ্যে ভোটে লড়া আরও কঠিন হতে পারে তৃণমূল, এনসিপি, সিপিআইয়ের জন্য।


উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী টুইট করে তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার সুপারিশ করেছিলেন। তিনি টুইটে বলেছিলেন, জাতীয় দল হতে গেলে অন্তত ৩টি রাজ্যে ২% আসন থাকতে হয়। তৃণমূলের সেটা আছে ঠিকই, কিন্তু সেটা মাত্র একটি রাজ্য। এছাড়া, অন্তত চারটে রাজ্যে ন্যূনতম ৬ শতাংশ ভোট পেতে হয়। যেটা তৃণমূলের নেই।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতে নির্বাচন কমিশন স্বীকৃত ৮টি জাতীয় রাজনৈতিক দল রয়েছে। এগুলি হল-
১. বিজেপি
২. ভারতীয় জাতীয় কংগ্রেস
৩. তৃণমূল কংগ্রেস
৪. জাতীয়তাবাদী কংগ্রেস (এনসিপি)
৫. বহুজন সমাজ পার্টি
৬. সিপিআই(এম)
৭. সিপিআই
৮. ন্যাশানল পিপিলস পার্টি (এনপিপি)