Saturday, July 27, 2024
দেশ

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ৮ মাওবাদী, শহিদ দুই পুলিশকর্মী

রায়পুর: ছত্তিশগড়ে নির্বাচনের পরে মাওবাদী কার্যকলাপ ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে মাওবাদী দমন অভিযানে আরও সক্রিয় হয়েছে যৌথবাহিনী। সোমবার ছত্তিশগড়ের সুকমায় ডিআরজি ও সিআরপিএফের ২০৬ ও ২০৮ কোবরা ইউনিট যৌথভাবে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায়। এদিনের অভিযানে খতম হল ৮ মাওবাদী। তবে লড়াইয়ে শহিদ হয়েছেন ২ পুলিশকর্মী।

সুকমার পুলিশ সুপার অভিষেক মীনা জানিয়েছেন, যৌথ বাহিনীর লড়াইয়ে ৮ মাওবাদী খতম হওয়ার পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। তল্লাশি অভিযান এখনও চলছে। মাওবাদীদের গোপন ডেরার সন্ধান শুরু করেছে সিআরপিএফের কোবরা বাহিনী। গভীর জঙ্গলে ঢুকে খোঁজ চালাচ্ছেন তাঁরা।

এর আগে রবিবার বিজাপুরে দুই মাওবাদীকে খতম করে যৌথ বাহিনী। লড়াইয়ে এক পুলিশকর্মী গুরুতর আহত হন। এছাড়া গত বুধবার সকালে ঘাট্টি এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে গুরুতর জখম হন চার বিএসএফ জওয়ান, একজন ডিআরজি ও একজন স্থানীয় বাসিন্দা।