Friday, October 11, 2024
দেশ

জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনকে (TuM) নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র সরকারের বিশ্বাস, তেহরিক-উল-মুজাহিদিন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত। দেশে বিভিন্ন নাশকতামূলক হামলায় তারা অংশ নিয়েছে। তারা সন্ত্রাসবাদী হামলার জন্য বিদেশ থেকে বিভিন্ন ধরনের আর্থিক ও আনুষাঙ্গিক সহায়তা পেয়ে থাকে।

মন্ত্রক আরও জানিয়েছে, ১৯৯০ সালে আত্মপ্রকাশ করে তেহরিক-উল-মুজাহিদিন। তাদের লক্ষ্য ছিল ‘কাশ্মীরের স্বাধীনতা’। সেই থেকেই বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে এই সংগঠনটি। যে কারণে, বেআইনি কার্যকলাপ রোধ আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা করে গ্রেনেড হামলা থেকে শুরু করে অস্ত্র ছিনতাই সহ বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড ঘটিয়ে চলেছে তেহরিক-উল-মুজাহিদিন। পাশাপাশি, উপত্যকায় মৌলবাদের প্রচার ও প্রসার ঘটানো এবং স্থানীয় যুবকদের নিয়োগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তেহরিক-উল-মুজাহিদিন।