Thursday, September 19, 2024
খেলা

ওয়েলিংটনে ধরাশায়ী টিম ইন্ডিয়া, ৮০ রানে জয়ী নিউজিল্যান্ড

ওয়েলিংটন: টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। টি-২০ ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বেশি রানের ব্যবধানে পরাজয়। সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এদিন টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে করে ২১৯ রান। মাত্র ৪৩ বলে ৮৪ রান করে টিম সিফার্টের। শেষ দিকে চালিয়ে খেলে রস টেলর ১৪ বলে ২৩ ও স্কট কাগলেইন ৭ বলে অপরাজিত ২০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। মেয়ে জিভার জন্মদিনে ৩১ বলে ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হয়েও জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিংহ ধোনি। শিখর ধাওয়ান করেন ১৮ বলে ২৯, বিজয় শঙ্কর ১৮ বলে ২৭ ও কুনাল পাণ্ডে ১৮ বলে ২০ রান করেন।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে টিম সাউদি তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি। ৪৩ বলে ৮৪ রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার টিম সেফার্ট ৷