Friday, May 3, 2024
রাজ্য​

নিয়োগ দুর্নীতি কান্ডে এবার রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার ভোর ৬ টা নাগাদ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা। রথীন ঘোষের মাইকেল নগরের বাড়িতে হানা দেয় ইডির বিশেষ তদন্তকারী দল। জানা গেছে, পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে তার উত্তর ২৪ পরগণা এবং কলাকাতার বাড়িতেও হানা দিয়েছে ইডি। 

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যগ্রামের বাড়ি সহ ১৩ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বৃহস্পতিবার সকাল নাগাদ ইডির একাধিক দল এই অভিযান চালাচ্ছে। তাদের মধ্যে ১০ জনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে। ইডির সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানরাও। 

সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। রথীন ঘোষ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। পুর নিয়োগ দুর্নীতি ধৃত অয়ন শীলের বয়ানে উঠে এসেছে রথীন ঘোষের নাম। খাদ্যমন্ত্রীর সংস্থা কিভাবে বছরের পর বছর পুরসভাগুলির টেন্ডার পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। 

ইডি সূত্রে খবর, অয়ন শীলের বয়ানে রথীন ঘোষ সহ একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। বৃহস্পতিবার রথীন ঘোষের অনুগামীদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।